ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোবাইল ফোন সিম নিয়ে ঝগড়ার পর লক্ষ্মীপুরে স্বামীর সঙ্গে অভিমান করে সানজিদা সুলতানা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকার মাস্টার কলোনির একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সানজিদা সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের মালেশিয়া প্রবাসী রাজন হোসেনের স্ত্রী। তাদের সংসারে চার বছরের ছেলে রয়েছে। ছেলেকে নিয়ে সানজিদা লক্ষ্মীপুর পৌরসভার মাস্টার কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব, পলাশ কান্তি নাথ বলেন, পারিবারিক কলহে গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।