মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:১৬

গ্রেফতার দুইজন, জেলি মেশানো চিংড়িসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিষাক্ত জেলি মেশানো চাঁদপুরের হরিণা ফেরিঘাটে বিপুল পরিমাণ চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মাইক্রোবাসসহ দুজনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। বুধবার (১৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলি মেশানো চিংড়িসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় মাইক্রোবাস তল্লাশি করে ককশিটের ২৮টি বক্সে থাকা জেলি মেশানো এক হাজার ৪৪ কেজি চিংড়ি মাছ জব্দ করে নৌ পুলিশ।
ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।