মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:২৪

ছিনতাইয়ের কবলে মোবাইল ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে আর এই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর-সংলগ্ন পুলিশ বক্সের সামনে। সোমবার সন্ধ্যা আনুমানিক সোয়া সাতটার দিকে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই ছাত্রীর নাম স্বর্ণলতা মণ্ডল (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এই ঘটনায় তিনি শাহবাগ থানায় ছিনতাই মামলা করেছেন এবং তিনি বলেন আনুমানিক সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর সংলগ্ন পুলিশ বক্সের সামনে দিয়ে কার্জন হলের দিকে যাওয়ার পথে আমার ব্যবহৃত ফোন ব্যাগের মধ্যে থেকে অজ্ঞাতনামা চোর নিয়ে যায়।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি জনাব, মওদুত হাওলাদার বলেন, আমরা কাজ শুরু করে দিয়েছি। ফোনটি ইতোমধ্যে তিনবার ট্র্যাক করার চেষ্টা করা হয়েছে। দ্রুত আমরা এ বিষয়ে আরও পদক্ষেপ নেব।