ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজ স্ত্রীসহ শশুর বাড়ীর ৫ জনকে সাতক্ষীরার তালায় দা দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করেছে অভিযুক্ত দেবাশিষ গাছা। শনিবার (১২ মার্চ) গভীর রাতে উপজেলার খলিষখালী ইউনিয়নের ছোটগাছা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত ঘাতক জামাই দেবাশিষকে আটক করেছে পুলিশ। দেবাশিষ খুলনা জেলার ডুমুরিয়া থানার খোরের আবাদ গ্রামের জগদীষ ঢালীর ছেলে।
আহতরা হলেন, দেবাশিষের স্ত্রী পুস্প ঢালী, শশুর পঞ্চরাম বাছাড়, শাশুড়ী তপতি বাছাড়, দাদা শশুর ভোলা নাথ বাছাড় ও বৈদ্যনাথ বাছাড়।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানাযায়, স্ত্রী পুষ্পাকে সন্দেহ করত স্বামী দেবাশিষ। সেই সন্দেহের জের ধরে শনিবার রাতে খুলনার ডুমুরিয়া থানার খোরেরআবাদ থেকে রাত ১১টার দিকে দেবাশিষ গাছা বাজারে আসেন। গভীর রাত পর্যন্ত গাছা বাজারেই ছিলেন। এলাকার জামাই হওয়ায় কেউ তাকে সন্দেহ করেনি।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, কাঞ্চন রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতেই দেবাশিষকে আটক করা হয়েছে। আসামী এখনো তাদের হেফাজাতে রয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।