শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:০৩

অভিযুক্ত গ্রেফতার, ধর্ষণ মামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে পিরোজপুরে ১২ বছরের এক প্রতিবন্ধী কন্যা শিশুকে। গতকাল শনিবার দুপুরে শহরের বাইপাস সড়কের একটি ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রবিবার সকালে পিরোজপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন এবং মামলার প্রধান আসামি অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়। আজ রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি জনাব, মোঃ মাসুদুজ্জামান।
মামলা সূত্রে জানা যায়, শহরের বাইপাস সড়ক মসজিদ সংলগ্নের একটি ভাড়া বাসায় একমাত্র শিশু কন্যাকে নিয়ে বসবাস করতেন তার মা। শিশুটির বাবা নেই, বাসায় তাকে একা রেখে মা অন্যের বাসায় কাজের সন্ধানে গেলে এই সুযোগে প্রতিবেশী জুয়েল শেখ নামের এক যুবক ওই শিশুর মুখ চেপে জোরপূর্বক তার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে মা বাসায় ফিরলে বিষয়টি জানায় ওই শিশু।
এ বিষয়ে সদর থানার ওসি জনাব, মোঃ মাসুদুজ্জামান জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ওই শিশুকে মেডিকেল রিপোর্টের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।