ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোঃ বায়েজিদ হোসেন (১০) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে আর এই ঘটনা পিরোজপুরের নাজিরপুরে। মৃত বায়েজিদ হোসেন উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামের হায়দার আলী হাওলাদারের ছেলে। সোমবার (০৭ মার্চ) সকালে বায়েজিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বাবা-মা।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তাকে নিজ বসত ঘরের একটি কক্ষে গলায় গামছা দিয়ে ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) জনাব, মোঃ হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনে হাসপাতালে ও ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বাকি বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।