বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৪১

মোবাইল কোর্ট পরিচালনা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করেন। ৬ মার্চ রবিবার সকালে নগরকান্দা পৌর সদর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, জেতী প্রু ও সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জনাব, এন এম আব্দুল্লাহ আল মামুন। এ-সময় অতিরিক্ত তেলের দাম রাখায় ৯ টি দোকানদার কে ৩২ হাজার টাকা ভোক্তা অধিকার সংস্কার আইন ২০০৯ ধারায় জরিমানা করেন।
অভিযান পরিচালনার সময় বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় সাধন ভৌমিক কে ২ হাজার টাকা, মনোজ কুমার মন্ডল কে ৫ হাজার টাকা, মিতুজয় ভৌমিক কে ২ হাজার টাকা, কাজী নজরুল ইসলাম কে ৫ হাজার টাকা, মোজাম্মেল কে ১ হাজার টাকা, বাচ্চু কে ২ হাজার টাকা, মিজান কে ৫ হাজার টাকা, জুবায়ের মোল্লাকে ২ হাজার টাকা সহ মোট ২২ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনা করার সময় বাজারে আসা ক্রেতারা তেলের নেয্য মূল্যে এবং বোতলের গায়ের মূল্যে তেল কিনে নেয়। ক্রেতারা অনেকে বলেন তেল বেশি দামে কিনতে হচ্ছে। প্রশাসনিক ভাবে অভিযান পরিচালনা করায় তারা সন্তুষ্ট প্রকাশ করেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”