শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:২৪

ছিনতাই হচ্ছে অটোরিকশা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারীরা ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স না থাকার সুবিধা নিচ্ছে। এ ধরনের অটোরিকশা টার্গেট করে ভাড়ার কথা বলে নির্জনে নিয়ে ছিনতাই করা হয়। পরে লাইসেন্স না থাকায় তা বিক্রি করে দেয় সহজে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুনের ঘটনাও ঘটছে। সারা দেশে কয়েকটি ভাগে ভাগ হয়ে এ কর্মকাণ্ড চালাচ্ছে ছিনতাইকারী চক্র। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। বুধবার রাতে রাজধানীর গাবতলী টার্মিনাল, বংশাল, ঢাকা মেডিক্যাল, যাত্রাবাড়ী, শনির আখড়ায় ও মাতুয়াইল অভিযান চালিয়ে এ চক্রের প্রধানসহ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।