ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফের সরাসরি বিচারকাজে ফিরছে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় দেশের সর্বোচ্চ আদালত। আগামী রবিবার থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা জনাব, মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট প্রশাসন বৃহস্পতিবারই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি করতে পারে।
নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট ভার্চুয়াল বিচারকাজ শুরু হয়। সে হিসাবে ঠিক দেড়মাস পর সরাসরি বিচারকাজে ফিরছে সর্বোচ্চ আদালত।