রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৪২

এক যুবকের আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মিঠুন কুণ্ডু (২৫) নামের এক যুবক খুলনার ডুমুরিয়া উপজেলায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে তিনি বিষ পান করেন। স্বজনরা দেখে তাঁকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।
তাঁর বাবার নাম শ্যামল কুণ্ডু।
ডুমুরিয়া থানার ওসি জনাব, ওবায়দুর রহমান জানান, ওই যুবক বিকেল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। আর ৫টার দিকে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন। প্রাথমিকভাবে তিনি এটুকু জেনেছেন।