ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতারণার অভিযোগে মো. জাবেদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তিনি বিদেশগামী যাত্রীদের ডলার ভাঙিয়ে দেওয়ার নামে প্রতারণা করেন। শুক্রবার সকালে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে, প্রতারণা করে টাকা আত্মসাৎ ও যাত্রীদের হয়রানির করার কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মোহাম্মদ জিয়াউল বলেন, প্রতারণার শিকার যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর থেকে এই প্রতারককে ধরার জন্য নজরদারি বাড়ানো হয়। শুক্রবার সকাল ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের কনকোর্স হল এলাকা থেকে তাকে আটক করা হয়।