মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৫১

দুই ব্যক্তি গ্রেফতার অস্ত্রসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃহস্পতিবার দুপুরে অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফেনী-র‌্যাব ৭ আর এই ঘটনা খাগড়াছড়ির রামগড় মাস্টার পাড়ায়। এই ঘটনায় র‌্যাব-৭ এর নায়েক সুবেদার নুরুল ইসলাম রামগড় থানায় একটি মামলা দায়ের করেন। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় গ্রেপ্তার দুজনকে রামগড় থানায় সোর্পদ করা হয়।
গ্রেপ্তার আসামি আবদুর রহিম মিলন (২৭) রামগড়ের আনন্দপাড়া এলাকার আবু তাহেরের ছেলে এবং আমানুল হক সোহেল মাস্টারপাড়া এলাকার মৃত এবায়দুল হকের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় মাস্টারপাড়া এলাকা থেকে অস্ত্রসহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করে ফেনী র‌্যাব-৭। তাদের দেহ তল্লাশি করে আবদুর রহমান মিলনের কাছ থেকে একটি বিদেশি অস্ত্রও একটি ম্যাগাজিন এবং অপর আসামি আমানুল হক সোহেলের কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ ১টি ম্যাগজিন উদ্ধার করে।
রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব কর গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় র‌্যাব-৭ এর নায়েক সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।