ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে নদীর তীরের টাঙ্গাইলের মির্জাপুরে মাটি কেটে বিক্রির অপরাধে দুই মাটি কারবারিকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল শনিবার বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সারোটিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মো. জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
জানা যায়, ইচাইল গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে ফজলুর রহমান (৩২) ও একই গ্রামের বাবুল মিয়ার ছেলে জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদীতীর কেটে মাটি বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে শনিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) জনাব, মো. জুবায়ের হোসেন ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালান। পরে তাদের দুজনকে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মো. জুবায়ের হোসেন জানিয়েছেন।