বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৯

মাঠে এক যুবকের মরদেহ মিলল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নাঈম বেপারী (২৬) নামের পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া নাঈম বেপারী ওই গ্রামের রুহুল আমিন বেপারীর ছেলে।
নাঈমের স্ত্রী নাবিলা আক্তার জানান, নাঈম স্থানীয় পশারিবুনিয়া বাজারে ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন। শুক্রবার রাত সাড়ে এগারটার দিকে নাঈম ফোন করে জানান বড় ভাই রাজু বেপারীর মাইকের দোকান হয়ে বাড়ি ফিরবেন। এর পরে নাবিলা ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে নাঈমের মা মুকুল বেগম বাড়ির পাশে মাঠে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে থানায় খবর দিলে পুলিশ শনিবার এসে ওই যুবকের লাশ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়ীয়া সার্কেল) জনাব, মোহাম্মদ ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করার পর জানান, এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ নিয়ে কোনো ক্লু পাওয়া যায়নি।