শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫২

দেশে সাংবাদিকদের তালিকা প্রণয়ন হচ্ছে ৫০ বছর পর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশ স্বাধীনতার ৫০ বছর পর ঢাকা, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২ সাংবাদিকদের তালিকা প্রণয়ন নিয়ে আনন্দ র‍্যালী হয়েছে। সরকারী ভাবে সাংবাদিকদের তালিকা প্রণয়নের মধ্য দিয়ে সাংবাদিকরা হোক কলঙ্কমুক্ত এবং নি:সন্দেহে সরকারের মহৎ উদ্যোগ আর তালিকা প্রণীত হলেই নিপাত যাবে পেশার মাঝে লুকিয়ে থাকা ভুয়া,হলুদ ও অপ-সাংবাদিকতার মত গিরগিটি গুলো। তাই রাষ্ট্র ৫০ বছর পর হলেও সাংবাদিকদের দায়মুক্ত এবং মর্যাদা বৃদ্ধি করতে এমন উদ্যোগ নি:সন্দেহে প্রশংসনীয়। আমরা স্বাগত জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব, ড. হাছান মাহমুদ এমপিসহ সংশ্লিষ্টদের। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ সবসময় সকল ভালো কাজের সাথে ছিল আর আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ প্রতিষ্ঠাতা, ট্টাষ্টি ও প্রধান সমন্বয়কারী জনাব, আহমেদ আবু জাফর।
শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ ঢাকা জেলার আয়োজনে নেতৃবৃন্দ সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আনন্দ র‍‍্যালী করে। দেশব্যাপী জেলা উপজেলায় সংগঠনটির ডাকে দেড় শতাধিক শাখায় আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়। ঢাকার র‍্যালী বিএমএসএফ পুরানাপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।