ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সদর হাসপাতালে এক রোহিঙ্গা কয়েদির মৃত্যু হয়েছে আর এই ঘটনা কক্সবাজারে। নজির আহমদ (৫৫) নামের ওই রোহিঙ্গা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
সোমবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জেল সুপার জনাব, মো. নেছার আলম। মৃত নজির আহমদ উখিয়া কুতুপালং ক্যাম্পের ব্লক জি, শেড ১৪ এর বাসিন্দা ওয়াজ উল্লাহর ছেলে।
জেল সুপার জনাব, মো. নেছার আলম বলেন, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা মূলে নজির আহমদকে কারাগারে আনা হয়। উখিয়ার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এ সাজা দেন। সে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিল। পরে অবস্থার অবনতি হয়ে দুপুর ১টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান জেল সুপার জনাব, মো. নেছার আলম।