বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:১০

এক নারীর কলহের জেরে আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দাম্পত্য কলহের জেরে শেরপুরের নকলায় চাঁদনী (২৮) নামের দুই সন্তানের জননীর আত্মহত্যা ঘটনা ঘটেছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামে এ ঘটনা ঘটে। সে একই এলাকার শাহনেওয়াজ মিলনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ চাঁদনীর সাথে তার স্বামী শাহনেওয়াজের দাম্পত্য কলহ চলে আসছিল। নিজের ঘরের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মুশফিকুর রহমান বলেন, আমরা লাশ থানায় নিয়ে আসি। এ বিষয় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।