ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাসার দরজা ভেঙে লাবনী আক্তার (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকার। তার স্বামী অভিজিৎ বিশ্বাস। অভিজিৎ হিন্দু ধর্মাবলম্বী হলেও লাবনী ইসলাম ধর্মাবলম্বী ছিলেন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) মাদারটেক চৌরাস্তা পাবনা গলির একটি বাসা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) জনাব, মনতোষ বিশ্বাস।