ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানোর প্রয়োজন হবে না। তিনি বলেন, এ ব্যাপারে পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিউপি) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
করোনার সংক্রমণ বেড়ে গেলে শুরুতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
দ্বিতীয় দফায় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। নতুন করে বিধি-নিষেধ বাড়ানো না হলে ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে।