ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মুনসুর (২২) নামের এক যুবকের পটুয়াখালীর কলাপাড়ায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত মুনসুর ওই গ্রামের মৃত মমিন আলী মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুনসুর বিদেশ যাবার জন্য সকল ধরনের কাগজপত্র সম্পাদন শেষে প্রস্তুতি নিচ্ছিলো। বৃহষ্পতিবার রাতে সে নিজ বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। কি কারনে আত্নহত্যা করেছে তার সঠিক কারন জানা যায়নি।
কলাপাড়া থানার ওসি জনাব, মো. জসিম জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং আত্নহত্যার কারন উদঘাটনের চেষ্টা চলছে।