ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চা বাগানে পাহাড়ি টিলার নিচ থেকে মাটি সংগ্রহকালে মাটি ধসে শেফালী বাউরী (২৮) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে আর এই ঘটনা মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী চাতলাপুরে। দুই সন্তানের জননী ওই নারী চাতলাপুর চা বাগানের বারী টিলার চুনু বাউরীর স্ত্রী। উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা-বাগানের ১৯ নম্বর সেকশনের (প্লান্টেশন এলাকা) কড়ইতল এলাকায় বুধবার বেলা দেড়টায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়।