শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:০৫

ট্রেন চলবে স্বাস্থ্যবিধি মেনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শতভাগ যাত্রী নিয়ে সব আসনে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে ট্রেন চলাচল শুরু হবে। আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ আসনে ট্রেন চলাচলের নির্দেশনার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক জনাব, সরদার শাহাদাত আলী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি নজর রেখে ট্রেন চলাচল করবে। যাত্রীদের মাক্স পড়াসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। অর্ধেক আসনের অগ্রিম টিকিট আগে বিক্রি হয়ে গেছে, বাকি টিকিটগুলো এখন কাউন্টার ও অনলাইনে পাওয়া যাবে।