ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে নরসিংদীর পলাশে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঘোড়াশাল রেলস্টেশনের পাশে স্বামীর সামনেই ধর্ষণের শিকার হন তিনি। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় রাজিব মিয়া (২৮) ও রিফাত মিয়া (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।