ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পরিবেশ সংকটাপন্ন স্থাপনা নির্মাণ প্রতিরোধে আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ অভিযানে অবৈধ পাকা ভবন নির্মাণের দায়ে চারটি রিসোর্টকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে দ্বীপের কয়েকটি রিসোর্টের বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী। সেই সঙ্গে নির্মাণাধীন কয়েকটি রিসোর্ট কর্তৃপক্ষকে নিজ খরচে স্থাপনা ভেঙে ফেলার জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে দ্বীপের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আজহারুল ইসলামসহ পরিবেশ কর্মী ও পুলিশের অভিযানে এই জরিমানা করা হয়।