রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৪৫

দলবদ্ধ ধর্ষণ গৃহবধূকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩৫) নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতের এ ঘটনায় শুক্রবার রাতে সুধারাম থানায় চারজনের নামে মামলা করেছেন ভুক্তভোগী। পরে রাতেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চরমটুয়ার পশ্চিম মাহাতাবপুর গ্রাম থেকে মামলার এজাহারভুক্ত মো. দাউদকে (৩৬) গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে দাউদকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।