শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৭

এক যুবকের মৃত্যু ভবন থেকে পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পোশাক কারখানার ৬ তলা ভবনের ৪ তলা থেকে পড়ে সুমন দেবনাথ (২১) নামের এক যুবকের মুত্যু হয়েছে আর এই ঘটনা গাজীপুরের কালীগঞ্জে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
বুধবার (২৪ নভেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয় এবং বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ডিইটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম।
নিহত সুমন উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের হরিলাল দেবনাথের ছেলে। পোশাক কারখানার প্রাশসিনিক কর্মকর্তা মাহমদুল হাসান বলেন, নিহত ওই যুবক সকালে চাকুরীর ইন্টারভিউ দিতে আসেন। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানিনা উপর থেকে পড়ে যাওয়ার খবর শুনে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এসেছি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইউনুস কবির বলেন, বিকেল ৫টার দিকে ওই যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় ইনজুরি ছিল। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান ওই চিকিৎসক।