শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৬

র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার তিনজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ কক্সবাজারের মহেশখালীর দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার।
মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরে কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা পাহাড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় মাটির নিচে পুঁতে রাখা ১০টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- মহেশখালী ছামিরাঘোনা এলাকার রফিকুল ইসলাম প্রকাশ মামুন (২৮), একই ইউনিয়নের চিকনিপাড়ার মুনির উল আলমের ছেলে মোহাম্মদ রিফাত (২৩) ও আয়ুব আলী (৪০)।
র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর জনাব, শেখ ইউসুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।