বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:০১

দালাল চক্র গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দালালচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ আর এই ঘটনা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের। বিভিন্ন এলাকা হতে মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীদের গাড়ি প্রতিরোধ করে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করতো ওই দালাল চক্রের সদস্যরা।
শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানায় এসংক্রান্ত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব, জামাল পাশা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এম,এ জলিলসহ অন্যান্য কর্মকর্তারা।
সংবাদ সম্মেলন জানানো হয়, পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও তার আশেপাঁশের এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আট দালালকে গ্রেফতার করা হয়।