সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৮

৫ জুয়াড়ি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লক্ষাধিক টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পঞ্চগড়ের দেবীগঞ্জে দেবীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার উপজেলার সোনাহার ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল সোনাহার বাজারের পার্শ্ববর্তী তমিদার রহমান লালের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এইসময় জুয়া খেলার সামগ্রী ও ১ লাখ ১৬ হাজার একশত পনের টাকাসহ ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় পুলিশ বাড়ির মালিক তমিদার রহমান লালসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন- সোনাহার ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মোকলেছার রহমানে ছেলে বেলাল হোসেন, মালচন্ডি পূর্ব তেলিপাড়া এলাকার সোবহান আলীর ছেলে রফিকুল ইসলাম, নুল্লাপাড়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে উজ্জ্বল ইসলাম, তাঁতীপাড়া এলাকার দিপেন্দ্রনাথ রায়ের ছেলে সহদেব চন্দ্র রায়, শেখপাড়া এলাকার আনছার আলীর ছেলে ফারুক ইসলাম।
দেবীগঞ্জ থানার ওসি জনাব, জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।