শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:২৯

দেশীয় অস্ত্র উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশীয় অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সংঘর্ষ এড়াতে ফরিদপুরে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ নভেম্বর) দিনব্যাপী জেলার ভাঙ্গা ও আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালায় পুলিশ। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ২০টি কাতরা, ৪০টি ঢাল, ৫ টি টেটা, ২২টি কালি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে ভাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
অন্যদিকে, মঙ্গলবার বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউপি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ১০ টি বল্লম, ৪ টি রামদা, ৫ টি ঢালসহ ৫ টি অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব, জামাল পাশা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের লক্ষ্যে দেশীয় অস্ত্রসহ অন্যান্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।