ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবশেষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ,নির্বাচনী সংঘাতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও প্রাণহানি কমাতে। সুনামগঞ্জের জগন্নাথপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা এড়াতে গত শুক্র ও শনিবার বিশেষ অভিযান চালানো হয়েছে। এই অভিযানে পুলিশ একটি বন্দুক, একটি দেশি পাইপগান উদ্ধার এবং দুজনকে আটক করেছে। এ ছাড়া কক্সবাজারেও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযানে নামার সিদ্ধান্ত হয়েছে। গতকাল রবিবার জেলা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।