সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:৫৪

এক ছাত্রীর আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চুরির অপবাদ সইতে না পেরে কিশোরগঞ্জের হোসেনপুরে আট পৃষ্ঠার চিরকুট লিখে সুবর্ণা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাহেদল ইউনিয়নের দক্ষিণ সাহেদল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী সুবর্ণা একই গ্রামের আকবর হোসেনের মেয়ে। সে গলাচিপা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। খবর পেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।