ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনসচেতনতা বৃদ্ধিতে প্রথাগত বিচার ব্যবস্থা বিষয়ে অংশগ্রহণমূলক পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায়।
মঙ্গলবার (১৯ অক্টোবর ) সকাল সাড়ে ১১ টার সময় খাগড়াছড়ির জেলার পানছড়ি উপজেলায়
উল্টাছড়ি ইউনিয়নের দুর্গম এলাকার মরাটিলা জুনিয়র হাই স্কুল মাঠে এলাকায় গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওয়তায় ইউএনডিপি এই অংশগ্রহণমূলক পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রথাগত আইন ও তার প্রয়োগবিধির যুগোপযোগীকরণ বিষয়ে মতামত দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক জনাব, প্রতাপ চন্দ্র বিশ্বাস, ইউএনডিপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর সুভাষ দত্ত চাকমা, উল্টাছড়ি ইউনিয়নের জনপ্রতিনিধি,হেডম্যান-কার্বারীসহ প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ। এই সময় সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থা খাগড়াছড়ি জেলার নির্বাহী পরিচালক রিপন চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব, প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, আমার খুব ভালো লেগেছে এই পথ নাটক প্রদর্শনী দেখে। আমাদের যে প্রথাগত বিচার ব্যবস্থা আছে তা সক্রিয় করার খুবই প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের রাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থার শরণাপন্ন হওয়াটা অনেক সময় ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। আমাদের যদি কোর্টে যেতে হয়। তাহলে একজন উকিলের যে ফিস তা নির্বাহ করতে পারে না আমাদের গ্রামবাসীরা।
কাজেই ইউএনডিপি যে কাজটি করছে প্রথাগত বিচার ব্যবস্থাকে শক্তিশালী করন এবং মানুষের মধ্যে প্রথাগত বিচার ব্যবস্থার সুফল পৌঁছে দেওয়া এবং তা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন আমাদের প্রথাগত বিচার ব্যবস্থা যত বেশি ভালো পারফর্ম করবে, যত ভালো কাজ করবে তত বেশি সাধারণ জনগণের জন্য শক্তিশালী হয়ে উঠবে।প্রথাগত বিচার ব্যবস্থা কার্যকর করা গেলে জুডিসিয়াল বিচার ব্যবস্থার অনেক চাপ কমবে বলে মনে করেন তিনি।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”