ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ আর এই ঘটনা নরসিংদীতে এক স্বর্ণের দোকানে। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা, প্রাইভেটকার, গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব, ইনামুল হক সাগর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে শহরের পুরনো লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব, ইনামুল হক সাগর আরও বলেন, ডাকাতরা অস্ত্রসহ জড়ো হয়ে নরসিংদী সদর এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতি করার জন্য শলাপরামর্শ করছিল। এই ডাকাত দল গত ৫ সেপ্টেম্বর রাতে ঢাকার আশুলিয়া উপজেলার নয়ারহাট বাজারে ও ৩১ আগস্ট রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।