শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:০৯

কুয়াকাটার পৌর কাউন্সিলর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে পশু কোরবানী দিবেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পটুয়াখালীর সাংবাদিক মিজানুর রহমান অপুর তথ্যের মাধ্যমে জানা যায়, পশু কোরবানী দিবেন কুয়াকাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব, সহিদ দেওয়ান। তিনি জাতির পিতা বঙ্গকন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানী দিবেন।
এজন্য তিনি হাটে ঘুরে লাল রংঙ্গের দু’টি ষাড় কিনেছেন। সত্তর হাজার টাকা করে দুইটি ষাড় ১ লাখ ৪০ হাজার টাকা দামে কিনেছেন কাউন্সিলর জনাব, শহিদ দেওয়ান।
কাউন্সিলর জনাব, শহিদ দেওয়ান জানান, গরুর দাম মোটামুটি সাধ ও সাধ্যের মধ্যে রয়েছে। জাতির পিতা বঙ্গকন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রীর নামে কোরবানী দেওয়ার উদ্দেশ্যে তিনি এই গরু দু’টি কিনেছেন। পৌর এলাকার দূস্থ্য ও গরীব মানুষের মাঝে গোস্ত ভাগ করে দেবেন তিনি।