ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শাহিনুর রহমান হায়দার (২৪) নামের এক প্রতারককে ২০ লাখ ৮৮ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করেছে র্যাব-৫ আর এই ঘটনা নওগাঁর নিয়ামতপুরে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামের জোনাকীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৫ রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আটক শাহিনুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার ইব্রাহিমের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর সদস্যরা। এ সময় রাতে শাহিনুরকে ওই মোড়ে ঘোরাফেরার সময় তার দেহ তল্লাশি করে ১ হাজার টাকার ২ হাজার ৮৮টি নোটসহ তাকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, তার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
রোববার রাতে নিয়ামতপুর থানার ওসি জনাব, হুমায়ূন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা হয়েছে।