রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ২:৫১

গুলি করে হত্যা করা হয়েছে পানছড়ির মরাটিলাতে ইউপিডিএফের সাবেক কর্মীকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানছড়ির সাংবাদিক মোঃ চাঁন মিয়ার তথ্যের মাধ্যমে জানা যায়, দুর্বৃত্তের গুলিতে খল কুমার (সাগর) ত্রিপুরা নামে ইউপিডিএফের এক সাবেক কর্মী নিহত হয়েছেন আর এই ঘটনা খাগড়াছড়ির জেলার সীমান্তবর্তী পানছড়ির মরাটিলাতে। রোববার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে পানছড়ির মরাটিলা এলাকায় এই ঘটনা ঘটে।
খন কুমার সাগর ত্রিপুরা ৫নং উল্টাছড়ি ইউপির পদ্বোনি পাড়া গ্রামের অনি মোহন ত্রিপুরার ছেলে। পুলিশ সূত্রে জানা যায় খন কুমার এিপুরা সাগর সকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে দোকানে আসলে। হঠাৎ করে ১২, ১৩, জনের একটি সশস্ত্র গ্রুপ এসে তাকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পানছড়ি থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মমদ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।