ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মুখোমুখি সংঘর্ষে দুই বাসের ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন আর এই ঘটনা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়।
আজ (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদিপুকুর নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, আমিরুজ্জামান বলেন, সেলফি পরিবহনের একটি বাস ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। আর জোয়ানা পরিবহনের একটি বাস রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বলদিপুকুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর দুই বাসের চালক পালিয়ে গেছেন।
বাস দুটি মহাসড়কের একপাশে সরিয়ে নেওয়া হয়েছে তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিদের নাম পরিচয় এখনও জানা যায়নি।