ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধর্ষণের শিকার হয়েছেন ফতুল্লায় বেড়াতে গিয়ে গার্মেন্টস কর্মী এক তরুণী (২০)। এ ঘটনায় পুলিশ ধর্ষক মিরাজ (২০)কে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার দাপা গুদারাঘাট বালুর মাঠ সংলগ্ন কামাল ভেজিটেবল অয়েল মিলের পেছনে বুড়িগঙ্গা নদীর পাড়ে।
গ্রেপ্তারকৃত মিরাজ ফতুল্লার দাপা ইদ্রাকপুরের সরদার বাড়ি বৌ-বাজারের জনৈক জয়নাল মিয়ার ভাড়াটিয়া ও ভোলা জেলার চর ফ্যাশনের আব্দুল্লাপুরের মোশারফ হোসেনের পুত্র। জানা যায়, ধর্ষণের শিকার তরুণীর সঙ্গে ৩/৪ মাস পূর্বে বুড়িগঙ্গাপাড় ওয়াকওয়েতে হাঁটতে গিয়ে মিরাজের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে গত এক মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তারা প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে বের হতো। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তরুণী তার প্রেমিকের সঙ্গে দাপা বালুরঘাট এলাকায় ঘুরতে যায়। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে দাপা গুদারাঘাট বালুর মাঠ সংলগ্ন কামাল ভেজিটেবল অয়েল মিলের পেছনে বুড়িগঙ্গা নদীর পাড়ে ফাঁকা রাস্তার উপর প্রেমিক মিরাজ তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) জনাব, রকিবুজ্জামান জানান, অভিযুক্ত ধর্ষক মিরাজকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে ধর্ষিতা তরুণী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।