বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:৪৫

মীমাংসার জন্য ডেকে নিয়ে ধর্ষণ এবং গ্রেফতার ২ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেতের ঝোপে নিয়ে ৩১ বছর বয়সের এক নারীকে দল বেধে ধর্ষণের অভিযোগ উঠেছে আর এই ঘটনা শরীয়তপুরের নড়িয়ায়। এই ঘটনায় শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে মামলার ২ ও ৩নং আসামিকে গ্রেফতার করেছে নড়িয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের বকসু ফকিরের ছেলে শুভ ফকির (২৫) ও আজিজুল কাজির ছেলে আরিফ কাজি (২৪)। মামলার ১নং আসামি পলাতক রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে নড়িয়া থানায় মামলা করেছে ধর্ষণের শিকার নারী।
মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গত ২৪ অক্টোবর রাজনগর ইউনিয়নের ঠাকুকান্দি গ্রামের মোতালেব মালতের ছেলে রাশেদ মালতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষণ) মামলা করেন। সেই মামলা উত্তোলন ও মীমাংসার জন্য বর্তমান মামলার প্রধান আসামি বিল্লাল কাজি (৩৫) মাঝে মধ্যেই তাকে ফোন দিতেন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিল্লাল কাজি ভুক্তভোগী নারীকে ফোন করে রাজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীর মালত ও তার ছেলে সজিব মীর মালতের উপস্থিতিতে রাশেদ মালতের সঙ্গে বিয়ে পড়ানোর কথা বলেন। বিয়ের আশ্বাসে বিকেল ৫টার দিকে তিনি রাশেদ মালতের বাড়ি গিয়ে অপেক্ষা করেন। তবে চেয়ারম্যান ও তার ছেলে এলাকায় না থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে রাস্তায় নিয়ে আসে। এ সময় বিল্লাল, আরিফ ও শুভসহ অজ্ঞাত তিনজন তাকে বাড়ির পূর্বপাশের বেতের ঝোপে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
নড়িয়া থানার ওসি জনাব, মো. হাফিজুর রহমান জানায়, বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার ওই নারী তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার ২ ও ৩নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। রিপোর্টের জন্য মেয়েটিকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ করানো হয়েছে।