শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:৪৭

সাতজন অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশচেষ্টার অভিযোগে শিশুসহ সাত বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করেন বিজিবি।
আটককৃতরা হলেন, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা শ্রী রাম দাস কানু, শরীফপুর ইউনিয়নের বাসিন্দা সুদামা রবি দাস, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানের বাসিন্দা বিনা কানু, তার শিশুকন্যা রিথিকা কানু, অনু কানু, তনু কানু ও তিন্নি কানু।
৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, এ এস এম জাকারিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।