মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:৩৪

শীতবস্ত্র বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শীতবস্ত্র-কম্বল বিতরণ করা হয়েছে
চট্টগ্রামে, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে এ শীতবস্ত্র-কম্বল বিতরণ। নগরীর চকবাজার এলাকায় অসহায় মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও সিডিএ বোর্ড মেম্বার জাহেদুল করিম কচি।
বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু, নদী গবেষক ও পরিবেশবিদ প্রফেসর মো. ইদ্রিস আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব বাপ্পি দে, মো. ফারুক, সদস্য সাজু দাশ প্রমুখ।