মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:২৯

চাল জব্দ এক ব্যবসায়ীর থেকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার টাকা জরিমানা করেছেন অবৈধভাবে ৩৫০ বস্তা চাল মজুদ রাখার অভিযোগে, আর এ ঘটনা নওগাঁর রাণীনগরে। মঙ্গলবার বিকেলে উপজেলার পারইল ইউনিয়নের পারইল গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা, উম্মে তাবাসসুম।
উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলম জানান, পারইল গ্রামের এক চাল ব্যবসায়ী পার্শ্ববতী বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ধান-চালের ব্যবসা করেন। সেই চাল ব্যবসায়ী বেশি লাভের আশায় ৩৫০ বস্তা চাল বাড়িতে অবৈধভাবে মজুদ রাখেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে কৃষি বিপণন আইনে অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে মজুদকৃত চাল বিক্রির নির্দেশ দেওয়া হয়।