মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:২৬

ভ্যানযাত্রী নিহত বাসের চাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসচাপায় চারজন নিহত হয়েছেন দিনাজপুরের চিরিরবন্দরে। মঙ্গলবার সকালে উপজেলার রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে। যাত্রী বহন করা একটি ভ্যানকে একটি বাস চাপা দিলে তারা চারজন মারা যান।
নিহতরা হলেন, গোয়ালডিহি ইউনিয়নের বটতলী গ্রামের ভ্যানচালক আব্দুল মজিদ (৫০) ও একই ইউনিয়নের প্লান বাজার এলাকার মো: নজু ইসলাম (৪০)। তবে এদের মধ্যে আরও দুইজনের পরিচয় পাওয়া যায়নি। কিন্তু জানা গেছে তারা মধু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি দ্রুতগতির বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এসময় সামনে দাঁড়িয়ে থাকা আরো একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।
চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবুল হাসনাত খান মিডিয়াকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।