মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:০৭

ইজি বাইক ছিনতাইকারী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবেশে ইজি বাইক ছিনতাইয়ের অভিযোগে ফরিদপুরের নগরকান্দায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এ সময় ইজি বাইক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ছিনতাকাইকারীরা হলেন, তরিকুল খান (২৫), আরমান খান (২৮), ইমারত মোল্যা (৩৫) ও রুমা খানম (৩০)। তাঁদের বাড়ি পার্শ্ববর্তী মুকসুদপুরের বিভিন্ন গ্রামে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) জনাব, আসাদুজ্জামান শাকিল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।