মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:১৫

গাঁজাসহ বরিশালে মাদক ব্যবসায়ী আটক।

ডেইলি ক্রাইম বার্তা : অভিযান চালিয়ে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছেন গোয়েন্দা পুলিশ। একটি গোপন সংবাদ ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা হল, বরগুনার বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল গ্রামের লিটন মুসল্লী (৩৫) এবং একই ইউনিয়নের বাইন সমের্থ গ্রামের মো. রাকিব (১৯)।
রবিবার বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা পুলিশের একটি দল বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালের একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার সহ দুইজনকে আটক করে মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”