মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:০৮

যাত্রী আটক কয়েক কোটি টাকার স্বর্ণসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় সাড়ে ৩ কেজি ওজনের ২৮টি স্বর্ণের বারসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এম মাসুদ ইমাম নামে এক যাত্রীকে আটক করেছেন বিমানবন্দর কাস্টমস হাউস। আটক মাসুদ দুবাই থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটের যাত্রী ছিলেন।
শনিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক জনাবা, ফারহানা বেগম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট উদ্ধারকৃত স্বর্ণের ওজন তিন হাজার চারশত আটানব্বই গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। স্বর্ণের বারগুলো কাস্টম হাউস শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।