মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:১৩

মরদেহ উদ্ধার এক নারীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের দুই দিন পরে বরগুনার তালতলীতে সুখী আক্তার (২০) নামের এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছেন তালতলী থানা পুলিশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) ছোটবগীর নকরি খেয়াঘাট এলাকার সড়কের পাশে ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সুখী আক্তার ওই এলাকার হাসান সর্দারের স্ত্রী ও গেন্ডামারা এলাকার বাবুল ফকিরের মেয়ে।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হন ওই গৃহবধূ।
পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার দুপুরের দিকে নকরি খেয়াঘাট এলাকায় সড়কের পাশের একটি ঝোপে রক্তাক্ত জখম ও অর্ধনগ্ন অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শহিদুল ইসলাম খান বলেন, সুখী আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে এবং তদন্তের স্বার্থে এর বাইরে কিছু বলা যাবে না।