মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:৫১

বেতার সামগ্রীসহ গ্রেফতার একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অনুমোদনহীন বেতার সামগ্রীসহ ঢাকা রাজধানীর সবুজবাগ থেকে একজনকে গ্রেফতার করেছেন র‌্যাব। দক্ষিণ মাদারটেক সরকারপাড়ায় এ অভিযানে গ্রেফতার মিজানুর রহমানের (৩৬) কাছ থেকে ২৮টি বিভিন্ন মডেলের সেটটপ বক্স, একটি ইনকোডার, একটি রিসিভার, একটি মডুলেটর, দুটি এন্টেনা ও তিনটি এলএনবি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব-১০ এর উপ-পরিচালক জনাব, আমিনুল ইসলাম শুক্রবার জানিয়েছেন।
জনাব, আমিনুল ইসলাম আরও জানান র‌্যাব-১০ ও বিটিআরসির যৌথ দলের অভিযানে বিটিআরসির অনুমোদন ছাড়া ফ্রিকোয়েন্সি ও বিভিন্ন বেতার যন্ত্র স্থাপন ও অবৈধ ব্যবসা পরিচালনার অপরাধে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। মিজান বেশ কিছুদিন ধরে বিভিন্ন বেতার যন্ত্র স্থাপন করে বিদেশি স্যাটেলাইট থেকে বিদেশি বিভিন্ন চ্যানেল ডাউন লিংক করে গ্রাহকের কাছে বিতরণের মাধ্যমে অবৈধ ব্যবসা করছিলেন।
র‌্যাবের এ কর্মকর্তা বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।