ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ঢাকা রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকায় নাজমুল সাকিব নিলয় নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল সাকিব নিলয় (১৬) কুমিল্লার দাউদকান্দি থানার জিংলাতলী গ্রামের মোবারক হোসেনের ছেলে। বর্তমানে তারা ৬৪৫/এ দনিয়া সরাই মসজিদ রোড এলাকায় ভাড়া থাকে। নিলয় এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।